-->

Spoken English Episode - 54




🤔ইন্টারভিউ বোর্ডে কথোপকথন কেমন হতে পারে চলুন দেখে নেই।🤔

👮Candidate: May I come in, sir?
  আমি কি ভেতরে আসতে পারি?

👷Interviewer: Yes, come in, please have your sit.
জ্বি আসুন, বসুন।

Interviewer: What are your educational qualifications?
আপনার শিক্ষাগত যোগ্যতা কি?

Candidate: I'm an M com in Marketing Department.
আমি মার্কেটিং এ মাষ্টার্স।

Interviewer: Do you have any experience?
আপনার কোনো অভিজ্ঞতা আছে?

Candidate: Yes sir, I worked in a pharmaceutical company.
জ্বি স্যার, আমি একটি ফার্মাসিউটিক্যাল কোম্পানীতে চাকুরী করেছি।

Interviewer: Why did you give up your previous job?
পুরনো চাকুরীটা ছাড়লেন কেন?

Candidate:Actually, in order to expand my skill set and experience I left the previous job.
আসলে,আমি আমার দক্ষতা ও অভিজ্ঞতা সম্প্রসারণের উদ্দেশ্যে চাকরিটি পরিবর্তন করতে চাচ্ছি।

Interviewer: Do you have any computer skill?
আপনার কোনো কম্পিউটার দক্ষতা আছে?

Candidate: Yes sir, I'm skilled in Microsoft office application.
জ্বি স্যার, আমি মাইক্রোসফট অফিস প্রোগ্রামে দক্ষ।

Interviewer: what are your salary expectations?
আপনার প্রত্যাশিত বেতন কতো?

Candidate: Twenty five thousand taka, sir.
২৫ হাজার টাকা।

Interviewer: How do you handle important decisions?
গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আপনি কতোটা বিচক্ষণ?

Candidate: Every time I give value to my commitment and believe in hard work.
সবসময় আমি আমার প্রতিশ্রুতির মূল্যায়ন করি এবং কঠোর পরিশ্রমে বিশ্বাস করি।

 Interviewer: So, Thank you for participating this interview. let us think about yourself. Wise you have a good day. Thank you.
 তাহলে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি এই ইন্টারভিউতে অংশগ্রহণ করার জন্য। আপনার সম্পর্কে আমরা চিন্তা ভাবনা করব। আপনার দিনটি শুভ হউক, ধন্যবাদ।

Candidate: Thank you very much too.I am fully ready to work with your company.
আপনাকেও ধন্যবাদ। আমি আপনার কোম্পানিতে কাজ করতে পুরোপুরি তৈরী।
  
👉পড়া শেষ হলে শেয়ার দিয়ে Done লিখুন।